সুরুর লক্ষ্মেীভি (১৯০০-১৯৭৪)অনুবাদ : আনোয়ার হোসেইন মঞ্জু শালা একটি মশা মানুষকে হিজড়া বানিয়ে দেয়,পুরো রাতকে পঙ্গু করে দিতে পারে একটি ছারপোকা,একটি মশা শালা মানুষকে হিজড়া বানিয়ে দেয়আমার কাছে এসো না, আমাকে একা থাকতে দাও,আমার যুদ্ধ আমাকেই লড়তে দাও,কোনো এক দিন সত্য চেপে ধরবে মিথ্যার গলা,কিন্তু শালা একটি মশা মানুষকে হিজড়া বানিয়ে দেয়।মানুষের ভিড়ের অংশ হতে তুমি সকালে বাড়ি ছেড়ে যাও,সন্ধ্যায় বাড়িতে ফিরে মদ পান করো, বাচ্চার জন্ম দাও,এরপর সকাল হওয়া পর্যন্ত আবারও মরে যাও,কারণ আত্মা ও ভেতরের মানুষ মরে গেছেবেঁচে থাকার জন্য ঘৃণ্য সমঝোতা করতে হয়,একটি মশা শালা মানুষকে হিজড়া বানিয়ে দেয়।দোকান বড় হলেও দোকানের জিনিসগুলো বাজেপরনে খদ্দরের লেংটি, অথচ পিকদানি রূপার,একশ’ জনের মধ্যে আশি জনই বেইমানতবুও আমার দেশ মহান।মাথায় টুপি পরে মশা বলে,দেশবাসীর মাঝে সাম্যের চেতনা জেগেছে,ছোট মাছগুলোকে গিলে…
Leave a Comment