বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং এন্ড টেকনোলজি (বুয়েট) এ আববার ফাহাদ যে বিভাগের ছাত্র ছিল, সেই বিভাগের শিক্ষক রুহুল আমিনের প্রিয়ভাজন ছিলাম। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে থেকেই প্রয়োজনে অপ্রয়োজনে তার অফিস, বাসায় যেতাম। হলের খাবারে অরুচি হলে তার বাসায় চলে যেতাম। রুহুল আমিন স্যারের ছোট দুই ভাই তার সাথেই থাকতো। স্কুল পড়–য়া খায়রুল আমি আমার ভক্ত হয়ে উঠেছিল এবং আমার বিশ্ববিদ্যালয় জীবনের শেষ দিকে খায়রুল ইন্টারমিডিয়েট পড়তে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ভর্তি হলে আমি ওকে দেখার জন্য সেখানেও গেছি। পরে খায়রুল আমি বুয়েটেই ভর্তি হয়েছিল এবং সম্ভবত ইলেক্ট্রিক ইঞ্জিনিয়ারিংয়েই (তখন বিভাগটির এই নাম ছিল)। আবরার এর ঘটনা জানার সাথে সাথে রুহুল আমিন স্যার এবং তার ভাই খায়রুলের কথাই আগে মনে পড়েছে। আমার এই নিবিড়তার কারণে আবরারকে বুয়েটে তারই হলে তারই…
Leave a Comment