Skip to content →

Tag: শামস তাবরিজী

শামস তাবরিজীর কথা

আমরা পান করছিলাম এবং সেখানে ছিল পানপাত্র, সোরাহি, সুরাপূর্ণ কলসি এবং অন্যান্য পাত্র। পানীয় পরিবেশনকারিনী সাকি অসহায় হয়ে পড়েছে। সাকি সকলকে অসহায় করে ফেলেছে, কিন্তু সাকিকে একজন সুরাসক্ত একটু বেশিই দুর্বল করেছে। লোকজন সবসময় বলে যে সুরা মানুষকে উন্মত্ত ও বিকল করে দেয় দশ পাত্র পান করার পর না হলে বারো পাত্র, এমনকি তুমি যদি পুরো সোরাহি শেষ করে ফেল তবুও তুমি উন্মত্ত হবে না। সুরা বিক্রেতা বলে, “পানশালা যদি সুরা শূন্য হয়ে যায়, নগরীতে আরও পানশালা আছে।” ঠিক এ কথাটিই আমি বলছি। কে পারে পুরো সুরা পূর্ণ বড় একটি সোরাহি নিঃশেষ করে ফেলতে? একশ জনের পক্ষেও তা পান করে শেষ করা সম্ভব নয়। কিন্তু যে ব্যক্তি অতিরিক্ত সুরা পানে মাতাল হয়ে পড়ে পৃথিবীতে কখনো এমন কোনো ব্যক্তিকে শ্রদ্ধা প্রদর্শন…

Leave a Comment