আনোয়ার হোসেইন মঞ্জু ৩৭ খ্রিস্টাব্দ। ১৯৮৪ বছর আগের কথা। রোমানরা শেষপর্যন্ত নতুন এক শাসক লাভ করে। তিনি সম্রাট গেইয়াস সিজার অগাস্টাস জার্মানিকাস ((Gaius Caesar Augustus Germanicus) যিনি ইতিহাসে ‘ক্যালিগুলা’ (caligula) নামেই অধিক খ্যাত। চব্বিশ বছর বয়সে তিনি রোমের তৃতীয় সম্রাট হিসেবে সিংহাসনের আরোহণ করেন। তার শাসনকাল ছিল মাত্র চার বছর। এই সম্রাটের দু:শাসন এত চরমে পৌঁছেছিল যে যার প্রতি তিনি বিরাগ পোষণ করেন তাকে হত্যা তো করতেনই, এমনকি তার জন্মদিন মনে রাখতে না পারা অপরাধে তিনি অবলীলায় মানুষকে প্রকাশ্যে মত্যুদণ্ডে দণ্ডিত করে প্রশান্তি লাভ করতেন। নির্যাতন নিপীড়নে রোমানরা এত ক্ষুব্ধ হয়ে ওঠেছিল যে একদল প্রহরী স্ত্রী ও কন্যাসহ তাকে নিষ্ঠুরভাবে হত্যা করে রোমান জাতিকে দুরাচারী শাসকের হাত থেকে মুক্ত করে এবং যেনতেনভাবে তাদেরকে কবরস্থ করে। ক্যালিগুলা সম্পর্কে ভিন্নমত পোষণ করেছেন…
Leave a Comment