Skip to content →

Tag: কাজী জহিরুল ইসলাম

কাজীর কাঠগড়ায় আনোয়ার হোসেইন মঞ্জু

ভূমিকা: এক সাক্ষাৎকারে এক বই, এমন ঘটনা বাংলা ভাষা/সাহিত্যে এখন আর বিরল নয়। প্রায় এক যুগ আমি খণ্ডকালীন সাংবাদিকতা করেছি। সেই সময়ে বহু মানুষের সাক্ষাৎকার গ্রহন করেছি। আমার পছন্দের বিষয় যেহেতু শিল্প-সাহিত্য, সাক্ষাৎকার গ্রহনের জন্য নির্বাচিত ব্যক্তিরাও ছিলেন কবি, লেখক, শিল্পী, অভিনেতা। কখনোই কোনো রাজনৈতিক ব্যক্তির সাক্ষাৎকার গ্রহন করিনি। সেইসব সাক্ষাৎকার যেহেতু পত্রিকা/ম্যাগাজিনের জন্য নিয়েছি, সঙ্গত কারণেই কলেবরও খুব ছোটো ছিল এবং সেইসব সাক্ষাৎকার আমি সংগ্রহ করেও রাখিনি। এখন, এই পরিণত বয়সে এসে, এমন কোনো কাজ করতে চাই না যা খুব সহজেই কালের গর্ভে হারিয়ে যেতে পারে, নিদেনপক্ষে আমার কাজগুলো গ্রন্থবদ্ধ হোক, তারপর মহাকাল যদি মুছে দেয় তো দেবে। আনোয়ার হোসেইন মঞ্জুর এই দীর্ঘ সাক্ষাৎকার গ্রহণের দুটি কারণ ছিল। প্রথমত, আমাদের দুজনের ভৌগোলিক অবস্থান খুব কাছে। চাইলে রোজই আমরা দেখা-সাক্ষাৎ…

Leave a Comment